আমাদের জেনারেশনে নিশ্চিতভাবেই অনেকে ব্রিটিশ ভারতের সময়কার মুদ্রা দেখেছেন , যার উপর রাজা বা রাণীর ছবি ছাপা থাকে। আমরা যদি না দেখে থাকি , তবুও আমাদের বাবা-মা নিশ্চয়ই দেখেছেন। আজকের সময়ে এই মুদ্রাগুলো খুবই বিরল, যার কারণে এগুলো দেখাও যায় না। আর এই মুদ্রাগুলোর দামও ভালো। এই মুদ্রাগুলোর দাম এত বেশি যে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে ।সাধারণত এসব রুপি মুদ্রা সে সময় উচ্চবিত্ত পরিবারে মধ্যে ঘোরাফেরা করত। মধ্যবিত্ত পরিবার পেলে তা যত্নে গুছিয়ে রাখতো কোন কৌটায়।
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে মুদ্রা প্রচলনকে দুটি যুগে ভাগ করা যেতে পারে: ১৮৩৫ সালের পূর্ববর্তী ইস্ট ইন্ডিয়া কোম্পানি (EIC) ইস্যু; এবং ইম্পেরিয়াল ইস্যু। ব্রিটিশ আমলে নির্মিত প্রত্যেকটি রুপোর মুদ্রার ওজন ছিল ১১.৬৬ গ্রাম অর্থাৎ ১ ভরি I এখনো প্রচলিত ‘ভরি’ ধারণা ঐ ধরণের ব্রিটিশকয়েন থেকেই এসেছিলো I এই খাঁটি রুপোর কয়েনে রুপোর ভাগ ছিল ৯১.৭%, কয়েন গুলি ১.৮ মিমি পুরু এবং ৩০.৭৮ মিমি ব্যাস বিশিষ্ট হয়ে থাকে I এই মুদ্রাগুলি মূলত তিনটি টাকশাল - কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ থেকে নির্মিত হতো , বোম্বে, মাদ্রাজ, কলকাতা এই তিনটি টাকশালের নিজস্ব টাকশাল চিহ্ন ছিল। মাদ্রাজ টাকশাল ১৮৬৯ সালে বন্ধ হয়ে যায়, এবং ১৯৪০-এর দশকে লাহোরে একটি নতুন টাকশাল স্থাপিত হয়।প্রথমদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রচলিত মুদ্রাগুলো মোঘল রীতি অনুসারে তৈরি হতো। স্বর্ণমুদ্রার নাম দেয়া হয় ক্যারোলিনা, রৌপ্যমুদ্রা অ্যাংলিনা, তামার মুদ্রা কাপেরুন এবং টিনেরগুলোকে বলা হত টিনি। পরবর্তীতে ১৮৩৫ সালে মুদ্রা আইন (Coinage Act 1835) জারি করে অভিন্ন মুদ্রার প্রচলন করা হয়। নতুন মুদ্রায় রাজা চতুর্থ উইলিয়ামের প্রতিকৃতি আর অন্যপাশে ইংরেজি ও ফারসি ভাষায় মুদ্রার মান উৎকীর্ণ করা হয়।
ইম্পেরিয়াল ইস্যুগুলির মুদ্রায় রানী ভিক্টোরিয়া (১৮৬২-১৯০১), রাজা সপ্তম এডওয়ার্ড (১৯০৩-১৯১০), রাজা পঞ্চম জর্জ (১৯১১-১৯৩৬) এবং রাজা ষষ্ঠ জর্জ (১৯৩৮-১৯৪৭) ছবি দেখা যায় । রাজা অষ্টম এডওয়ার্ড এর সংক্ষিপ্ত রাজত্বকালে কোনও ব্রিটিশ ভারতের মুদ্রা জারি করা হয়নি ।
১৮৫৭ সালের পরে জারি করা মুদ্রাগুলি ব্রিটিশ মনার্কর কর্তৃত্বাধীন ছিল কারণ ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। ১৮৭৬ সালের ‘রয়্যাল টাইটেলস এক্ট’ র মাধ্যমে , রানী ভিক্টোরিয়া "ভারতের সম্রাজ্ঞী" উপাধি গ্রহণ করেন, তাই ১৮৭৭ সাল থেকে পরবর্তী সমস্ত মুদ্রায় ভিক্টোরিয়া রানী থেকে ভিক্টোরিয়া সম্রাজ্ঞীতে পরিবর্তিত হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর একটি ক্রান্তিকাল শুরু হয় এবং ১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্রের প্রথম মুদ্রা জারি করা হয়।
রাজা চতুর্থ উইলিয়াম
১৮৩০ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত আমৃত্যু তিনি গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন I তাঁর মৃত্যুকালে কোনো জীবিত বৈধ সন্তান না থাকায়, রাজা চতুর্থ উইলিয়ামের ভাইঝি ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী হয়েছিলেন I তাঁর শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৩৫ সালে ১ টাকার রুপার মুদ্রা প্রচলন করেছিলেন I
রানী ভিক্টোরিয়া
১৮৩৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের রানী হন ভিক্টোরিয়া I তাঁর সুদীর্ঘ ৬৩ বছরের রাজত্বকালকে ‘ভিক্টোরিয়ান যুগ’ বলা হয়ে থাকে I ভিক্টোরিয়ান যুগ ছিল শিল্প বিপ্লবের তুঙ্গে, যা যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের একটি সময়কাল ছিল। ভিক্টোরিয়ার রাজত্বকালে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে এবং এই সময়কালে এটি তার শীর্ষে পৌঁছে, সেই সময়ের একটি শক্তিশালী বিশ্বশক্তিতে পরিণত হয়। ১৮৪০ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তিত রুপার মুদ্রাগুলিতে রানী ভিক্টোরিয়ার ইয়ং বয়সের প্রতিকৃতি দেখা যায় I ১৮৬২ থেকে ১৯০১ সাল পর্যন্ত মুদ্রায় রানী ভিক্টোরিয়ার মুকুটযুক্ত ছবি দেখা যায় I ১৮৩৭ সালে সিংহাসনে অভিষিক্তা হন রানি । ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট তাঁর শাসনকালে উল্লেখযোগ্য ঘটনা । ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশ সরকার । ১৮৬২ থেকে ১৮৭৬ পর্যন্ত মুদ্রা গুলিতে ‘ভিক্টোরিয়া কুইন’ লেখা হতো I ১৮৭৭ সালে রানীর উপাধি পরিবর্তন করে সম্রাজ্ঞী করা হয়েছিল। সেই কারণে ১৮৭৭ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত মুদ্রা গুলিতে ‘ভিক্টোরিয়া এমপ্রেস’ লেখা হয়েছিল I ১ জানুয়ারি, ১৮৭৭ :নিজেকে সে দিন ‘ভারতসম্রাজ্ঞী’র মুকুটে ভূষিত করলেন ভিক্টোরিয়া। সম্রাজ্ঞীর প্রস্তুতি শুরু হয়েছিল এক বছর আগে থেকেই। ১৮৭৬ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলির উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে পাস হল ‘রয়্যাল টাইট্লস অ্যাক্ট’। একদা ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি প্রথম ‘হিজ ম্যাজেস্টি’ খেতাব নিয়েছিলেন। তাঁর উত্তরসূরি ভিক্টোরিয়া এ বার থেকে শুধু ‘হার হাইনেস’ নন, পুরোদস্তুর সম্রাজ্ঞী। ১৯০১ সালের ২২ শে জানুয়ারি রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় I
রাজা সপ্তম এডওয়ার্ড
রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র রাজা সপ্তম এডওয়ার্ড ১৯০১ থেকে ১৯১০ আমৃত্যু পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন I
১৯০৩ থেকে ১০১০ সালের ১/১২ আনা, ১/২ পয়সা, ১/৪ আনা, ১ আনা, ২ আনা, ১/৪ রুপি, ১/২ রুপি এবং ১ টাকার মধ্যে তাঁর মুকুটবিহীন ছবি দেখা যায় ।
রাজা পঞ্চম জর্জ
রাজা সপ্তম এডওয়ার্ড মারা যাবার পরে পরবর্তী রাজা হন সপ্তম এডওয়ার্ডের পুত্র পঞ্চম জর্জ I ১৯১০ সাল থেকে ১৯৩৬ সাল আমৃত্যু পর্যন্ত তিনি রাজা ছিলেন I তাঁর রাজ্যাভিষেক স্মরণীয় করে রাখার জন্য,১৯১১সালে১টাকার রুপোর মুদ্রাটি ভারতের জন্য তৈয়ারী করেন ব্রিটিশ সরকার। মুদ্রাটির ওজন ১১.৬৬ গ্ৰাম, ৯১.৭% রুপা দিয়ে তৈরি। মুদ্রাটি নকশা করেন খ্যাতিমান ভাস্কর ব্রার্টান্ড ম্যাকেনাল।১টাকার রৌপ্য মুদ্রাটির পঞ্চম জর্জের মাথায় মুকুট ও কোর্টের কলারে সূক্ষ্ম,সূক্ষ্ম নকশা করা, তাঁর মধ্যে একটি হাতি আঁকা আছে। কিন্তু নকশা করার সময় হাতির শুঁড় ও লেজ ভুল করে ছোট করাতে দেখতে শূকরের মত লাগে। সেইসময় মুসলমান ধর্মাবলম্বীরা মুদ্রাটি হাতে ধরতে বা আদান,প্রদান করতে অস্বীকার করে, কারণ মুসলিম ধর্মে শূকর একটি অপবিত্র জীব। দিনে দিনে ভারতে তা বিদ্রোহের আকার ধারণ করে। তখন ব্রিটিশ সরকার মুদ্রাটি তুলে নিতে বাধ্য হয়। মুদ্রাটি পিগ কয়েন ( pig coin) নামে পরিচিত Iঅল্প কিছু কয়েন মানুষের কাছে থেকে যায়। নিউমিসম্যাটিক (Numismatics)বা মুদ্রা সংগ্ৰহকারীদের কাছে এটা খুব প্রিয় ও দামি একটি কয়েন।১৯২৩ সালে ব্রিটিশ সরকার ভারতে রুপি মুদ্রা ছাপা বন্ধ করে দেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯ -১৯৪৫) সময় যুদ্ধকালীন রুপি মুদ্রার বানিজ্যিক চাহিদা মেটানোর জন্য ১৯৩৯ সালে তা পুনরায় ছাপার অনুমতি দেন।
রাজা অষ্টম এডওয়ার্ড
রাজা ষষ্ঠ জর্জ
১৯৩৬ সাল থেকে ১৯৫২ পর্যন্ত আমৃত্যু তিনি ইংল্যান্ডের রাজা ছিলেন I তিনি ছিলেন ভারতবর্ষের শেষ সম্রাট I রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন তাঁর কন্যা I তাঁর আমলে ইস্যু হওয়া ১৯৩৯ সালের ১ টাকা বেশ দুর্লভ I কারণ ঐটি ছিল Pure Silver দ্বারা নির্মিত শেষ মুদ্রা I ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলে রুপোর সংকট লেগে যায়, সেই কারণে ১৯৩৯-১৯৪৫ পর্যন্ত নির্মিত মুদ্রা গুলিতে রুপোর পরিমান কমে যায় I ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ৫০% রুপোর রুপি ছাপা হয়। তারপর আসে নিকেলের রুপি।
১৯৪৭ সালের রুপি, আধা রুপি, কোয়ার্টার রুপি এবং আনা মুদ্রাও সংগ্রহকারীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়, কারণ ওই বছরই ছিল ব্রিটিশদের জারি করা শেষ মুদ্রা! ব্রিটিশ ইন্ডিয়া কয়েন কেবল একটি মুদ্রা নয়; এটি ইতিহাসের একটি অংশ যা অতীতের এক যুগের গল্প বলে!
You must have seen the coins of the time of British India on which the picture of a king or queen is printed. Even if you haven’t seen it, your parents must have seen it. In today’s time, these coins are very rare due to which they are not even seen. And the price of these coins is also good. These coins are of such high value and you can get thousands to lakhs of rupees.
Coinage under British governance of the Indian subcontinent can be divided into two periods: East India Company (EIC) issues, pre-1835; and Imperial issues struck under direct authority of the crown. These coins were originally minted in three mints - Calcutta, Bombay and Madras - with their own mint marks. The Madras mint was shut down in 1869, while a new mint was set up in Lahore in the 1940s. English pattern coins were struck at the Bombay Mint. The gold coins were termed Carolina, the silver coins Anglina, the copper coins Cupperoon and tin coins Tinny. By the early 1830, the English had become the dominant power in India. The rise of one dominant power after over a hundred years of turmoil, enabled the enactment of the Coinage Act of 1835 and for uniform coinage to be issued.
Imperial issues bear obverse portraits of Queen Victoria (dated 1862–1901), Edward VII (dated 1903–1910), George V (dated 1911–1936), and George VI (dated 1938–1947). No British India coins were issued during the brief reign of Edward VIII.
Coinage issued after 1857 were under the authority of the monarch as India became part of the British Empire. With the Royal Titles Act 1876, Queen Victoria took the title "Empress of India", so in 1877 coin inscriptions changed from Victoria Queen to Victoria Empress. There was a transition period after India gained independence on 15 August 1947, and the first set of republic India coins were issued in 1950.
King William IV:
He was King of the United Kingdom of Great Britain and Ireland and King of Hanover from 26 June 1830 until his death in 1837. William had no surviving legitimate children at the time of his death, so he was succeeded by his niece Victoria in the United Kingdom and his brother Ernest Augustus in Hanover. Newly designed coins with the effigy of William IV on the obverse and the value on the reverse in English and Persian, were issued in 1835.
Queen Victoria:
The coins issued after 1840 bore the portrait of Queen Victoria. The first coinage under the crown was issued in 1862. Currency and proof issues of the 1862 dated rupee coins have a number of different obverse and reverse die varieties, which are helpful in identification of the mint. The design of the coin, however, remained largely unchanged. From 1863 till 1875, the Bombay mint introduced an unusual system of dots to date the coins. These dots occur on the reverse below the date, above the word 'ONE', or in both positions. From 1874, this practice was halted and coins began to be dated continuously. From this development, it may be inferred that by this time the 'batta' system must have all but disappeared. As with all other Victoria coinage, the title on the obverse was changed from 'Victoria Queen' to 'Victoria Empress' in 1877. Calcutta mint coins usually carry no mint mark or an incused 'C' at the bottom of the reverse. Bombay mint issues are usually marked by a raised bead below the date, or a raised/incused 'B' in the top or bottom flower, with some exceptions. Rupee coins with Victoria's bust were minted until her death in 1901.
Fractional denominations of half rupee, quarter rupee, and two annas were also issued under Victoria's reign. The dot-dating system was not used for these denominations, and is unique to the 1862 dated Bombay rupees. Similar to the rupee coins, the title of Queen was changed to Empress in 1877. The Bombay and Calcutta issues have mint identification marks similar to the rupee issues (no mark or 'C' incused for Calcutta, bead or raised/incused 'B' for Bombay). Different reverse and obverse die varieties are known for each denomination.
Edward VII:
Coins featuring the effigy of Edward VII were issued in denominations of 1⁄12 anna, 1⁄2 pice, 1⁄4 anna, 1 anna, 2 annas, 1⁄4 rupee, 1⁄2 rupee and 1 rupee. All coins featured an uncrowned effigy of Edward VII by George William De Saules.
George V:
The effigy of George V by Bertram Mackennal used here. In 1911, when the first rupee coins of King George V were minted, one of the decorations on his portrait featured an elephant. Unfortunately, in the first version of the coin, the ‘elephant’ had short legs and a short trunk, looking somewhat like the snout of a pig – and caused a furor. The British government, perhaps mindful of the 1857 revolt, decided to withdraw the coin and altered the dies to show a more anatomically correct elephant from 1912 onwards. As a result, the pig-rupee is a rare coin, and fetches a substantial premium over other coins of the time.
Edward VIII:
During the short reign of Edward VIII, no coins were issued in India bearing his portrait.
George VI:
1939 rupee change in silver content wartime measures. There are many rare coins of this period which interests coin collectors. The 1939 rupee is the most expensive rupee, as after 1939 all silver coins effectively became less pure, due to the shortage of silver during World War II. The 1947 rupee, half rupee, quarter rupee and anna coins are also of special interest to collectors, since that was the last year British issued coins were circulated in India.
0 Comments