আমরা মাঝে মাঝেই বলতে শুনি -
বৃটিশ
ভারতের মুদ্রার চেহারাটা একটু দেখে নেওয়া
যাক । ১৬ আনায়
এক টাকা । এক
আনার ১২ ভাগ করলে
এক পাই । তিন
পাই তে এক পাইস
। পাইস হোটেলের কথা
বাংলা সিনেমায় অনেক শুনেছি ।
এই হল সেই পাইস
। এক টাকার ১৯২
ভাগের এক ভাগ হল
পাই । বৃটিশ ভারতে
এক পাই ছিল সব
চেয়ে ছোট মুদ্রা কিন্তু
সে যেগে এতেও মিলতো
অনেক কিছু । সে
যুগে হিসাব ছিল তিন পাইতে
এক পাইস , চার পাইসে এক
আনা আর ১৬ আনায়
এক টাকা । কিন্তু
টাকা সে যুগে সবার
ঘরে খুব কমই থাকতো
। শুধু পাই আর
পাইসে চলে ঘরের কেনাকাটা
আর আনাতেই সংসার চলে যেত ভালো
রকম ।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেরে দ্রব্যমূল্য বাড়তে থাকে ।বিদেশ থেকে মুদ্রা তৈরির জন্য তামা এবং অন্য ধাতুর দাম বাড়তে থাকে । ১৯৪২ সালে পাই তৈরি বন্ধ করে দেয় বৃটিশ সরকার তবে পাই বাজারে চলে ১৯৪৭ সাল পর্যন্ত । ১৯৪২ সালে পাই তৈরির জন্য যে ধাতু লাগতো তার মূল্য পাই এর বিনিময় মূল্য থেকে বেশ কম হয়ে যাচ্ছে । বৃটিশ সরকার পাই তৈরি বন্ধ করে দেয় । ১৯৪৭ সালে পাই এর বিমুদ্রাকরন হয় এবং রিজার্ভ ব্যাঙ্কের জাদুঘরে ঠাঁই হয় পাই এর ।পাই পয়সার আর পাইস হোটেল আজো রয়েছে বাংলার মনে কিন্তু বাস্তবে সে শুধু ইতিহাস ।
৪ পাইস = ১ আনা
১৬ আনা= ১ টাকা
১ টাকা = ১৯২ পাই
0 Comments