Sponsored

বিলীন হয়ে যাওয়া দেশ পূর্ব জার্মানির ব্যাংকনোট !!!

 


ছোটবেলা থেকে সোভিয়েত দেশের পত্র-পত্রিকা, পুস্তক পড়ে সোভিয়েত দেশ এবং তার মিত্র রাষ্ট্র সম্পর্কে গভীর ভালোবাসা জন্মেছিলো I আজও সেই ভালোবাসা অটুট, সেই কারণে সোভিয়েত সম্পর্কিত মুদ্রা বা ব্যাংকনোট আমার খুবই পছন্দের I আজ এমন একটা দেশের বা সেই দেশের ব্যাংক নোটের কথা বলবো যে দেশের অস্তিত্ব বর্তমানে নেই! পূর্ব জার্মানি (অফিসিয়ালি জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক / ডয়েচ ডেমোক্রেটিক রিপাবলিক / GDR/DDR ) নামে ১৯৪৯-১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র হিসেবে বিরাজ করতো I দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং তার সাবেক মিত্র পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউরোপ বিভক্ত হয়ে যায়। পশ্চিম থেকে পূর্বের দেশগুলোর মধ্যে ধীরে-ধীরে অভেদ্য একটি পর্দা তৈরি করে সোভিয়েত ইউনিয়ন Iপরাজিত জার্মানি ভাগ হয়ে যায় দখলদার দেশগুলোর মধ্যে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। দেশটির পূর্ব অংশ নিয়ন্ত্রণ করে সোভিয়েতরা।



পূর্ব জার্মানি, যার আনুষ্ঠানিক নাম ছিল জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, তখন পশ্চিম ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের কেন্দ্রে পরিণত হয়।তবে বার্লিন ভাগ হয়ে যায় চারটি ভাগে। পশ্চিম অংশে ছিল ব্রিটিশ, ফরাসি এবং আমেরিকান অঞ্চল, আর পূর্ব অংশে ছিল সোভিয়েত এলাকা।পশ্চিম বার্লিন পরিণত হয় চারদিকে কম্যুনিস্ট পূর্ব জার্মানি ঘেরা একটি দ্বীপে।১৯৯০ সালের রা অক্টোবর GDR ভেঙ্গে যায়, এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানির যেটা পশ্চিম জার্মানি নামে পরিচিত তার সাথে মিশে যায় এবং জার্মানি নামে আত্মপ্রকাশ করে I

👉১০০ মার্ক ডিডিআর নোট : এই নীল রঙের নোটের সামনে দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজবিদ কার্ল মাৰ্ক্সের ছবি I নোটের পেছনে পূর্ব বার্লিনের 'প্যালেস অফ রিপাবলিক' যেটা ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানির আইনসভা বা পার্লামেন্ট হিসেবে ছিল I আর কি কি আছে? বার্লিন টিভি টাওয়ার, রেড সিটি হল এবং একটি অস্ত্রগারের ছবি I পূর্ব জার্মানির প্রতিটি নোট একেকটি বার্তা বহন করতো I ১০০ মার্ক নোটে ব্যাবহৃত বিজ্ঞান, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের মেলবন্ধনের ছবি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে তুলে ধরে এবং পূর্ব জার্মানি যে একটি আধুনিক এবং প্রগতিশীল রাষ্ট্র তার পরিচয় বহন করে I

👉৫০ মার্ক ডিডিআর নোট : লাল রঙের এই নোটে জার্মানির মার্কসবাদী তাত্ত্বিক অর্থনীতিবিদ ফ্রেডরিখ এঙ্গেলসের ছবি দেখা যায় I নোটের পেছনে শিল্প চত্বরের ছবি বর্তমান I চিমনি, কেমিকাল প্লান্টের বা বিদ্যুৎকেন্দ্রের ধোঁয়া শিল্পের গুরুত্ব বহন করে I

👉২০ মার্ক ডিডিআর নোট : সবুজ রঙের এই নোটে সাহিত্যিক-দার্শনিক ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটের ছবি দেখা যায় I নোটের পেছনে ছোট ছোট বাচ্চাদের বিদ্যালয় ছুটির দৃশ্য পূর্ব জার্মানির শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দেয় I

👉১০ মার্ক ডিডিআর নোট : কমলা রঙের এই নোটে জার্মান কমিউনিস্ট নেত্রী, নারী স্বার্থের সমর্থক ক্লারা জেটকিনের I নোটের পেছনে একটি ইঞ্জিনিয়ার মহিলা রাইনবার্গ পারমানবিক শক্তি কেন্দ্রে কন্ট্রোল রুমে কাজ করছেন তার ছবি আছে I

👉 মার্ক ডিডিআর নোট : বেগুনি রঙের এই নোটে জার্মানির কৃষক আন্দোলনের নেতা টমাস মুনজারের I নোটের পেছনে শস্য তোলার মেশিন যেটা পূর্ব জার্মানি যেটা কিনা 'মজুর এবং কৃষক রাষ্ট্র' সেখানে কৃষির গুরুত্ব বহন করে⚒️ I

👉২০০ মার্ক ডিডিআর নোট : সবুজ রঙের এই নোটের সামনে একেবারে বাম দিকে আছে 'ন্যাশনাল কোট অফ আর্মস' আর ডান দিকে নবদম্পতি I নোটের পেছনে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকমহাশয় খেলছেন I



𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠 𝐎𝐬𝐭𝐚𝐥𝐠𝐢𝐜 : 𝐄𝐚𝐬𝐭 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲, 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥𝐥𝐲 𝐭𝐡𝐞 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐭𝐢𝐜 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 /𝐃𝐞𝐮𝐭𝐬𝐜𝐡𝐞 𝐃𝐞𝐦𝐨𝐤𝐫𝐚𝐭𝐢𝐬𝐜𝐡𝐞 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐤 (𝐆𝐃𝐑/𝐃𝐃𝐑) 𝐰𝐚𝐬 𝐚 𝐬𝐭𝐚𝐭𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐞𝐱𝐢𝐬𝐭𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 𝟏𝟗𝟒𝟗 𝐭𝐨 𝟏𝟗𝟗𝟎, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐫𝐢𝐨𝐝 𝐰𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐞𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐩𝐨𝐫𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲 𝐰𝐚𝐬 𝐩𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐁𝐥𝐨𝐜 𝐝𝐮𝐫𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐥𝐝 𝐖𝐚𝐫.𝐓𝐡𝐞 𝐆𝐃𝐑 𝐝𝐢𝐬𝐬𝐨𝐥𝐯𝐞𝐝 𝐢𝐭𝐬𝐞𝐥𝐟 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐮𝐧𝐢𝐟𝐢𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐖𝐞𝐬𝐭 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲 𝐨𝐧 𝟑 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝟗𝟗𝟎, 𝐰𝐢𝐭𝐡 𝐟𝐨𝐫𝐦𝐞𝐫 𝐄𝐚𝐬𝐭 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐬𝐭𝐚𝐭𝐞𝐬 𝐫𝐞𝐮𝐧𝐢𝐟𝐢𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐅𝐞𝐝𝐞𝐫𝐚𝐥 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐨𝐟 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲.

𝐓𝐡𝐞 𝐄𝐚𝐬𝐭 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐦𝐚𝐫𝐤 𝐰𝐚𝐬 𝐤𝐧𝐨𝐰𝐧 𝐚𝐬 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 (𝐌𝐚𝐫𝐤 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐆𝐃𝐑)𝐟𝐫𝐨𝐦 𝟏𝟗𝟔𝟖 𝐭𝐨 𝟏𝟗𝟗𝟎.



👉𝟏𝟎𝟎 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐧𝐨𝐭𝐞 :𝐓𝐡𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐬𝐭 𝐯𝐚𝐥𝐮𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐛𝐞𝐬𝐭 𝐤𝐧𝐨𝐰𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐧𝐨𝐭𝐞𝐬 𝐝𝐢𝐬𝐭𝐫𝐢𝐛𝐮𝐭𝐞𝐝 𝐛𝐲 𝐭𝐡𝐞 𝐒𝐭𝐚𝐚𝐭𝐬𝐛𝐚𝐧𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐰𝐚𝐬 𝐭𝐡𝐞 𝐌 𝟏𝟎𝟎 𝐛𝐚𝐧𝐤𝐧𝐨𝐭𝐞. 𝐓𝐡𝐞 𝐛𝐥𝐮𝐞 𝐜𝐨𝐥𝐨𝐮𝐫𝐞𝐝 𝐧𝐨𝐭𝐞 𝐬𝐡𝐨𝐰𝐬 𝐚 𝐩𝐨𝐫𝐭𝐫𝐚𝐢𝐭 𝐨𝐟 𝐊𝐚𝐫𝐥 𝐌𝐚𝐫𝐱 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐟𝐫𝐨𝐧𝐭, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐜𝐤 𝐝𝐢𝐬𝐩𝐥𝐚𝐲𝐬 𝐭𝐡𝐞 𝐏𝐚𝐥𝐚𝐬𝐭 𝐝𝐞𝐫 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐤 𝐚𝐬 𝐬𝐞𝐞𝐧 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐔𝐧𝐭𝐞𝐫 𝐝𝐞𝐧 𝐋𝐢𝐧𝐝𝐞𝐧 𝐛𝐨𝐮𝐥𝐞𝐯𝐚𝐫𝐝 𝐢𝐧 𝐄𝐚𝐬𝐭 𝐁𝐞𝐫𝐥𝐢𝐧. 𝐈𝐧 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐜𝐤𝐠𝐫𝐨𝐮𝐧𝐝, 𝐭𝐡𝐞 𝐁𝐞𝐫𝐥𝐢𝐧 𝐓𝐕 𝐭𝐨𝐰𝐞𝐫, 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐝 𝐜𝐢𝐭𝐲 𝐡𝐚𝐥𝐥 (𝐑𝐚𝐭𝐡𝐚𝐮𝐬), 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐙𝐞𝐮𝐠𝐡𝐚𝐮𝐬 (𝐀𝐫𝐬𝐞𝐧𝐚𝐥) 𝐜𝐚𝐧 𝐛𝐞 𝐬𝐞𝐞𝐧. 𝐓𝐡𝐞 𝐜𝐨𝐦𝐛𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐬𝐜𝐢𝐞𝐧𝐜𝐞, 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬, 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐰𝐚𝐬 𝐢𝐧𝐭𝐞𝐧𝐝𝐞𝐝 𝐭𝐨 𝐡𝐨𝐧𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭 𝐬𝐲𝐬𝐭𝐞𝐦 𝐚𝐧𝐝 𝐭𝐨 𝐬𝐡𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐭𝐢𝐜 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐚𝐬 𝐚 𝐩𝐫𝐨𝐠𝐫𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐚𝐧𝐝 𝐦𝐨𝐝𝐞𝐫𝐧 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐲.

👉𝟓𝟎 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐧𝐨𝐭𝐞: 𝐎𝐧 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐝 𝐌 𝟓𝟎 𝐧𝐨𝐭𝐞 𝐢𝐬 𝐚 𝐩𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐅𝐫𝐢𝐞𝐝𝐫𝐢𝐜𝐡 𝐄𝐧𝐠𝐞𝐥𝐬, 𝐭𝐡𝐞 𝐜𝐨-𝐟𝐨𝐮𝐧𝐝𝐞𝐫 𝐨𝐟 𝐌𝐚𝐫𝐱𝐢𝐬𝐭 𝐭𝐡𝐞𝐨𝐫𝐲. 𝐓𝐡𝐞 𝐫𝐞𝐯𝐞𝐫𝐬𝐞 𝐬𝐡𝐨𝐰𝐬 𝐚𝐧 𝐢𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐚𝐥 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐱 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡𝐨𝐬𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐏𝐂𝐊 𝐑𝐚𝐟𝐟𝐢𝐧𝐞𝐫𝐢𝐞 𝐢𝐧 𝐒𝐜𝐡𝐰𝐞𝐝𝐭. 𝐓𝐡𝐞 𝐜𝐨𝐧𝐟𝐮𝐬𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐩𝐢𝐩𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐬𝐦𝐨𝐤𝐞𝐬𝐭𝐚𝐜𝐤𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐞𝐦𝐢𝐜𝐚𝐥 𝐩𝐥𝐚𝐧𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐬𝐭𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐡𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐢𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐆𝐃𝐑.

👉𝟐𝟎 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐧𝐨𝐭𝐞 :𝐎𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐞𝐞𝐧 𝐌 𝟐𝟎 𝐧𝐨𝐭𝐞 𝐢𝐬 𝐚 𝐩𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫 𝐚𝐧𝐝 𝐩𝐡𝐢𝐥𝐨𝐬𝐨𝐩𝐡𝐞𝐫 𝐉𝐨𝐡𝐚𝐧𝐧 𝐖𝐨𝐥𝐟𝐠𝐚𝐧𝐠 𝐯𝐨𝐧 𝐆𝐨𝐞𝐭𝐡𝐞. 𝐓𝐡𝐞 𝐫𝐞𝐯𝐞𝐫𝐬𝐞 𝐬𝐡𝐨𝐰𝐬 𝐬𝐞𝐯𝐞𝐫𝐚𝐥 𝐲𝐨𝐮𝐧𝐠 𝐜𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧 𝐞𝐱𝐢𝐭𝐢𝐧𝐠 𝐚 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥, 𝐦𝐞𝐚𝐧𝐭 𝐭𝐨 𝐞𝐦𝐩𝐡𝐚𝐬𝐢𝐳𝐞 𝐭𝐡𝐞 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐆𝐃𝐑.

👉𝟏𝟎 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐧𝐨𝐭𝐞 : 𝐎𝐧 𝐭𝐡𝐞 𝐨𝐫𝐚𝐧𝐠𝐞 𝐌 𝟏𝟎 𝐧𝐨𝐭𝐞 𝐢𝐬 𝐚 𝐩𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐂𝐥𝐚𝐫𝐚 𝐙𝐞𝐭𝐤𝐢𝐧, 𝐚𝐧 𝐞𝐚𝐫𝐥𝐲 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐬𝐭 𝐚𝐧𝐝 𝐰𝐨𝐦𝐞𝐧'𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐚𝐝𝐯𝐨𝐜𝐚𝐭𝐞. 𝐓𝐡𝐞 𝐫𝐞𝐯𝐞𝐫𝐬𝐞 𝐬𝐡𝐨𝐰𝐬 𝐚 𝐟𝐞𝐦𝐚𝐥𝐞 𝐞𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫 𝐬𝐢𝐭𝐭𝐢𝐧𝐠 𝐚𝐭 𝐚 𝐜𝐨𝐧𝐭𝐫𝐨𝐥 𝐜𝐨𝐧𝐬𝐨𝐥𝐞 𝐢𝐧𝐬𝐢𝐝𝐞 𝐭𝐡𝐞 𝐑𝐡𝐞𝐢𝐧𝐬𝐛𝐞𝐫𝐠 𝐍𝐮𝐜𝐥𝐞𝐚𝐫 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐏𝐥𝐚𝐧𝐭, 𝐰𝐡𝐢𝐜𝐡 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐩𝐮𝐭 𝐢𝐧𝐭𝐨 𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝟏𝟗𝟔𝟔.

👉𝟓 𝐌𝐚𝐫𝐤 𝐝𝐞𝐫 𝐃𝐃𝐑 𝐧𝐨𝐭𝐞 :𝐎𝐧 𝐭𝐡𝐞 𝐯𝐢𝐨𝐥𝐞𝐭 𝐌 𝟓 𝐧𝐨𝐭𝐞 𝐢𝐬 𝐚 𝐩𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐓𝐡𝐨𝐦𝐚𝐬 𝐌ü𝐧𝐭𝐳𝐞𝐫, 𝐚𝐧 𝐞𝐚𝐫𝐥𝐲 𝐑𝐞𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧-𝐞𝐫𝐚 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐩𝐚𝐬𝐭𝐨𝐫 𝐰𝐡𝐨 𝐰𝐚𝐬 𝐚 𝐫𝐞𝐛𝐞𝐥 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫 𝐝𝐮𝐫𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧 𝐏𝐞𝐚𝐬𝐚𝐧𝐭𝐬' 𝐖𝐚𝐫. 𝐓𝐡𝐞 𝐫𝐞𝐯𝐞𝐫𝐬𝐞 𝐬𝐡𝐨𝐰𝐬 𝐬𝐞𝐯𝐞𝐫𝐚𝐥 𝐡𝐚𝐫𝐯𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐦𝐚𝐜𝐡𝐢𝐧𝐞𝐬, 𝐰𝐡𝐢𝐜𝐡 𝐰𝐚𝐬 𝐦𝐞𝐚𝐧𝐭 𝐭𝐨 𝐡𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭 𝐭𝐡𝐞 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐚𝐠𝐫𝐢𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 "𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐅𝐚𝐫𝐦𝐞𝐫𝐬 𝐒𝐭𝐚𝐭𝐞"🛠️



 

Post a Comment

0 Comments