Sponsored

সৌদি রিয়াল ও সৌদি বাদশাহ

 


শত শত যুবরাজ রয়েছে সৌদ রাজবংশে। ইউরোপের রাজতন্ত্রগুলোর মতো স্বাভাবিকভাবেই সেখানে বাবার বড় ছেলে সিংহাসনের উত্তরাধিকারী হন না। এর বদলে, প্রথা অনুযায়ী রাজা ও প্রতিটি গোষ্ঠীর পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা মিলে সবচেয়ে উপযুক্ত একজন শাসককে নির্বাচন করেন।


আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পিতা সৌদের নাম অনুসারে সৌদি রাষ্ট্রের নাম রাখা হয়েছে।


বর্তমান আধুনিক সৌদি আরবের ইতিহাস তো সেই দিনের। ১৯৩২ সালে বাদশা আব্দুল আজিজ বর্তমান আধুনিক সৌদি আরবের গোড়া পত্তন করেন। এর আগে এই এলাকা গুলো ৪টি ভাগে বিভক্ত ছিলো, এবং ইসলামিক খিলাফাত এর অধীনে ছিলো। আরবের এলাকা গুলো তার ও আগে মুলতঃ ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল (বেশীরভাগ ই ছিল বেদুঈন)।


রাজা আবদুল আজিজকে বলা হতো ‘সৌদি আরবের জনক’। ১৯৫৩ সালে মারা যান তিনি। তার পর একের পর এক সিংহাসনে বসেছেন তাঁর ৪৫ জন ছেলের কেউ না কেউ।

আজ পর্যন্ত ৭ জন রাজা সৌদি আরবের মসনদে বসেছেন I তাঁরা হলেন :-

১.বাদশাহ আব্দুল আজিজ (ইবনে সৌদ) ১৯৩২ - ১৯৫৩

২.বাদশাহ সৌদ (সৌদ বিন আবদুল আজিজ) ১৯৫৩ - ১৯৬৪

৩.বাদশাহ ফয়সাল (ফয়সাল বিন আব্দুল আজিজ)১৯৬৪ -১৯৭৫

৪.বাদশাহ খালিদ (খালিদ বিন আব্দুল আজিজ) ১৯৭৫ - ১৯৮২

৫.বাদশাহ ফাহদ (ফাহদ বিন আব্দুল আজিজ)

১৯৮২ - ২০০৫

৬.বাদশাহ আবদুল্লাহ (আবদুল্লাহ বিন আব্দুল আজিজ) ২০০৫- ২০১৫

৭.বাদশাহ সালমান (সালমান বিন আব্দুল আজিজ)

২০১৫- বর্তমান




সৌদি আরবের ব্যাংক নোটের ইতিহাসে সর্বপ্রথম কোনো রাজার ছবি হিসেবে বাদশাহ ফয়সালের স্থান হয় I বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ ছিলেন সৌদি আরবের তৃতীয় রাজা I তিনি বাদশাহ আব্দুল আজিজের তৃতীয় সন্তান ছিলেন I 

তিনি আরব বিশ্বের একজন প্রধান ব্যক্তিত্ব এবং প্যান-আরবিবাদের প্রবক্তা ছিলেন। তিনি ফিলিস্তিনিদের পক্ষে একজন শক্তিশালী সমর্থকও ছিলেন এবং ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


সৌদি আরবের ব্যাংকনোটের ইতিহাসে বাদশাহ ফয়সালের পর আমরা বাদশাহ ফাহাদের ছবি দেখতে পাই Iবাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ ছিলেন সৌদি আরবের পঞ্চম রাজা, ১৯৮২ থেকে ২০০৫ সাল  পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তিনি ছিলেন বাদশাহ আবদুল আজিজের অষ্টম পুত্র।




সৌদি আরবের ব্যাংকনোটের ইতিহাসে পরবর্তী যে বাদশাহের মুখ আমরা দেখতে পাই তিনি হলেন বাদশাহ আবদুল্লাহ I বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ ছিলেন সৌদি আরবের ষষ্ঠ রাজা, ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তিনি ১৯২৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেছিলেন, রাজা আবদুল আজিজের দশম পুত্র। ২০০৫ সালে ক্ষমতায় আসেন আবদুল্লা। অবশ্য তৎকালীন রাজা ফাহাদের দীর্ঘ অসুস্থতার জন্য তার ১০ বছর আগে থেকেই বকলমে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। মৌলবাদী দৃষ্টিভঙ্গির বাইরে হেঁটে বারবার পদক্ষেপ করার জন্য তাঁকে ‘আধুনিক সৌদি আরবের রূপকার’ তকমা দেওয়া হয়।


ধর্মান্ধতার ঘেরাটোপ থেকে বার করে দেশকে একটা নতুন পথ দেখাতে চেয়েছিলেন তিনি। চার দেওয়ালের গণ্ডি ভেঙে সকলের সঙ্গে এক সারিতে আনতে চেয়েছিলেন মেয়েদের। বিজ্ঞানের অগ্রগতি যে কোনও দিন ধর্মের রাস্তায় বাধা হতে পারে না, এই বিশ্বাসে তৈরি করেছিলেন ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।’ তিনি সৌদি আরবের রাজা আবদুল্লা বিন আবদুলাজিজ আল সৌদ।


মৌলবাদী চিন্তা-ভাবনার বিরুদ্ধে মুখ খুলতে পিছপা হননি আবদুল্লা। আল কায়দার বিরোধিতা করেছিলেন। পাঠ্যবইয়ের কট্টরপন্থী ভাষায় পরিবর্তন এনেছিলেন। প্রায় ৯০০ জন ইমামকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট হয়েছিলেন। তবে কট্টরপন্থী মতবাদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন বেশ কয়েক বার। প্রশাসনিক স্তরে কিছু পরিবর্তন আনলেও স্রোতের বিরোধীতা খুব একটা করেননি।




সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন এবং আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজ আল সৌদের ২৫ তম পুত্র। বর্তমানে সৌদি আরবের নোটে তাঁর ছবি দেখা যায় I 

১৯৯৯ সালে সৌদি রাজত্বের শতবর্ষ উপলক্ষে ২০ রিয়ালের একটি স্মারক নোট প্রকাশ করেছিল I এই নোটে সৌদি রাজা আব্দুল আজিজ (ইবনে সৌদ) [১৯৩২ - ১৯৫৩] ছবি ছাড়াও, কুবা মসজিদের ছবি আছে I ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি। মক্কার মসজিদুল হারাম, মদীনার মসজিদে নববি ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরাহর সমপরিমাণ সওয়াব। হজরত মুহাম্মদ (সা.) নবুয়ত লাভের পর এটিই ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদিনায় আসেন, তখন তিনি নিজের হাতে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন I পরবর্তীকালে তাঁর সাহাবীরা এই মসজিদ নির্মাণ সম্পন্ন করেন I এই নোটের পেছনে হেরা গুহার ছবি আছে I নবুয়তের সূচনা জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা। যেখান থেকে ওহি লাভের মাধ্যমেই প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা। 


There are hundreds of princes in the Saud dynasty. As in European monarchies, the father's eldest son does not naturally inherit the throne. Instead, according to custom, the king and the senior members of each clan's family jointly select the most suitable ruler.

The Kingdom of Saudi Arabia is named after Saud, the father of King Abdul Aziz, the founder of modern Saudi Arabia.


In 1932, King Abdul Aziz founded the present day Saudi Arabia. Earlier these areas were divided into 4 parts, and were under the Islamic Caliphate. The areas of Arabia before that were mainly divided into small tribes (mostly Bedouins).


King Abdul Aziz was called the 'Father of Saudi Arabia'. He died in 1953. After him some of his 45 sons sat on the throne one after another.

Till date 7 kings have sat on the throne of Saudi Arabia. They are :-

1. King Abdul Aziz (Ibn Saud) 1932 - 1953

2. King Saud (Saud bin Abdul Aziz) 1953 - 1964

3. King Faisal (Faisal bin Abdul Aziz) 1964-1975

4. King Khalid (Khalid bin Abdul Aziz) 1975 - 1982

5. King Fahd (Fahd bin Abdul Aziz)

1982 - 2005

6. King Abdullah (Abdullah bin Abdul Aziz) 2005-2015

7. King Salman (Salman bin Abdul Aziz)

2015-present


King Faisal became the first king in the history of Saudi Arabia's to have his image on bank notes. King Faisal bin Abdul Aziz was the third king of Saudi Arabia. He was the third son of King Abdul Aziz.He was a major figure in the Arab world and a proponent of Pan-Arabism. He was also a strong supporter of the Palestinian cause and played an important role in the 1973 Arab-Israeli War.


After King Faisal in the history of Saudi Arabian banknotes, we see the image of King Fahd. King Fahd bin Abdul Aziz was the fifth king of Saudi Arabia, ruling from 1982 to 2005. He was the eighth son of King Abdul Aziz.


The next king we see in the history of Saudi Arabia's banknotes is King Abdullah. King Abdullah bin Abdul Aziz  was the sixth king of Saudi Arabia, ruling from 2005 to 2015. He was born in Riyadh in 1924, the tenth son of King Abdulaziz. Abdullah came to power in 2005. However, due to the long illness of the then King Fahd, he had been handling the responsibility since 10 years before actually he became the King.He has been called the 'Founder of modern Saudi Arabia' for repeatedly stepping outside fundamentalist views.


He wanted to show the country a new path by breaking out of the encirclement of bigotry. He wanted to break the barrier of four walls and bring the girls in line with everyone. The University of Science and Technology was founded by King Abdullah bin Abdul Aziz  of Saudi Arabia in the belief that the progress of science can never stand in the way of religion.


Abdullah did not shy away from speaking out against fundamentalist ideas. Al Qaeda was opposed by him. He changed the radical language of the textbooks. About 900 imams tried to be educated in modern education. However, he was forced to bow down to the fundamentalist doctrine several times. Some changes were made at the administrative level meant not to be enough.


The current King of Saudi Arabia is Salman bin Abdul Aziz. He was born in Riyadh in 1935 and is the 25th son of King Abdul Aziz , the founder of the modern Saudi state. Currently his image is seen on Saudi Arabian notes.


In 1999, Saudi Arabia issued a commemorative note of 20 riyals to mark the centenary of the kingdom. In addition to the portrait of the Saudi King Abdul Aziz (Ibn Saud) [1932 - 1953], the note features the image of the Quba Mosque. Three of the most virtuous and prestigious mosques in the history of Islam are Masjid al-Haram in Makkah, Masjid al-Nababi in Medina and Masjid al-Aqsa in Jerusalem. After that, it was in Masjid Quba. If you pray in this mosque, the reward is equivalent to one Umrah. This is the first mosque built in the history of Islam after Prophethood of Hazrat Muhammad (PBUH).When Hazrat Muhammad (peace be upon him) came to Medina, he laid the foundation stone of this mosque with his own hands. Later, his companions completed the construction of this mosque. On the back of this note there is a picture of Hera Cave. From where the auspicious beginning of the difficult life of fulfilling the prophetic duties of the beloved prophet (PBUH) was first started through this revelation.












Post a Comment

0 Comments